
যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার দিনে ঐক্যের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণে একটি ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান।
হামলার ২০তম বার্ষিকীতে এ ঘটনায় নিহত দুই হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, এই হামলার পর যারা ঝুঁকি নিয়েছেন, হামলায় যারা নিহত হয়েছেন এবং হামলার পর উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যতই সময় পার হয়ে যাক না কেন, এই স্মৃতিগুলো এমন যন্ত্রণাদায়ক যেন আপনি কয়েক সেকেন্ড আগে খবর পেয়েছেন।
তিনি বলেন, হামলার পর আমেরিকান মুসলিমরা নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। কিন্তু ঐক্য ঠিকই ‘সবচেয়ে বড় শক্তি’ হিসেবে রয়ে গিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা শিখেছি যে, ঐক্য এমন একটা জিনিস যা কখনও ভাঙবেন না।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর দেশটিতে একসঙ্গে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
৯/১১ নামে খ্যাত ওই হামলার বিপরীতে সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই শুরু করে যুক্তরাষ্ট্র।
ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অব ওয়ার প্রজেক্টের এক প্রতিবেদনের তথ্যমতে, সন্দেহের আওতায় থাকা জঙ্গি সংগঠন আল কায়দার বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ চালাতে গিয়ে ২০ বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে।
এসব যুদ্ধে বিভিন্ন দেশে ৯ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।